হাজীগঞ্জ: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পিস্তল ঠেকিয়ে ৩৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বুধবার রাত ১১টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ বাজারের প্লাজা মার্কেটের নিউ আল্পনা জুয়েলার্সের মালিক মো. রাশেদুজ্জামান ভুলু ও মো. আল আমিন বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীরা রিকশা থামিয়ে পিস্তল ঠেকায়। এ সময় ৩৬ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
মালিক রাশেদুজ্জামান ও আল-আমিন জানান, প্রতিদিনের ন্যায় রাতে ব্যবসা প্রতিষ্ঠানে গচ্ছিত ও লগ্নীকৃত স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের দেখলে চিনতে পারবেন বলেও জানান তারা।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আবুল হোসেন জানান, ঈদকে সামনে রেখে পুলিশি টহল বাড়ানো হয়েছে। এছাড়া ছিনতাইকারীদের শিগগিরই সনাক্ত করে আটক করা হবে।