আবু সাঈদ, কচুয়াঃ
কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের শাহারপাড় বাস ষ্ট্যান্ড থেকে আজ সোমবার হাজীগঞ্জের অপহৃত প্রায় দেড় বছরের শিশু শুভ কে উদ্ধার করেছে কচুয়া-শাহরাস্তি ও হাজীগঞ্জ থানার পুলিশ।
সরজমিন উদ্ধারস্থলে গেলে, হাজীগঞ্জ থানার এসআই আনোয়ার কামাল ও শাহজাহান জানান, হাজীগঞ্জ পৌরসভাধীন কংগাস গ্রামের বাবুল কমিশনারের বাড়ীর শরীফ উদ্দীনের পুত্র শুভ ৩০ জানুয়ারী তার নিকটাত্মীয় এক বালক তাকে নিয়ে আলীগঞ্জ মাদ্দাহ খাঁ (রাঃ) বার্ষিক ঔরসে আসে। এখানে বালকটি শুভকে এক অপরিচিত মহিলার কোলে দিয়ে খাবার আনতে যায়। এসময় অপরিচিত এ মহিলাটি নিঃসন্তান হওয়ায় লোভ সামলাতে না পেরে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে শুভের পিতা শরীফ উদ্দীন হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। যাহার নং-২৭, তাং-৩১/০১/২০১৫ইং। হাজীগঞ্জ থানা পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পায়- শাহরাস্তি উপজেলার আবুল হোসেনের স্ত্রী ফেরদাউস নামে এক মহিলা ওই শিশুটিকে অপহরন করে। অপহরনকারী ফেরদাউস শুভ কে নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় কচুয়া উপজেলার ওই ইউনিয়নের উচিতগাবা ভুইয়া বাড়িতে তার বড় বোন শিল্পী আক্তারের কাছে রেখে চলে যায়। পুনরায় এখান থেকেও রবিবার দুপুরে ফেরদাউসের আরেক বোন রেহেনা আক্তার শুভ কে অন্যত্রে সরিয়ে রাখে। পুলিশ এসব তথ্যের ভিত্তিতে সোমবার উচিতগাবা ওই বাড়িতে আসলে ঘটনার সত্যতা মিলে এবং ব্যাপক অভিযান চালিয়ে বিভিন্ন কলা-কৌশলে লোক মাধ্যমে ওই শাহারপাড় বাস ষ্ট্যান্ডে শিশুকে নিয়ে আসলে উদ্ধার করে তার মা রাবেয়া বেগমের কোলে তুলে দেয়। এদিকে অপহরনকারী ফেরদাউস কে পুলিশ খুজে পায়নি।