জহিরুল ইসলাম জয় :
বর্তমান আওয়ামী মহাজোট সরকারের সাড়ে ৪ বছরে এ দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারেনি। তারা ক্ষমতায় আসার পর থেকেই এ দেশের জনগণের উপর হামলা, মামলা ও বসত বাড়ী ঘরে ভাংচুর চালিয়ে তান্ডব নীলা পরিণত করেছে। সরকারের ইন্দনে শাহবাগীরা আল্লাহ ও নবী রাসুলের কোরআন হাদিস নিয়ে জনগনের মাঝে বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে। এ নিয়ে আলেম-ওলামা মাশায়েকরা শাহবাগী ব্লগার নাস্তিকদের বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে উঠে। আজ হেফাজত ইসলামী দলসহ বিভিন্ন ইসলামী দলগুলো শাহবাগী ব্লগার নাস্তিকদের বিরুদ্ধে লংমার্চ ঘোষণা করলে ঘাতক দালাল নিমুল কমিটি গতকাল সন্ধ্যায় ৬টা থেকে আজ ৬টা পর্যন্ত হরতাল ঘোষণা করেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে সরকারকে এর দায়ভার বহন করতে হবে। আপনারা জানেন এ উপজেলা একজন মাওলানার পিতা ৭১ সালে স্বাধীনতা বিরোধীর পক্ষে কাজ করেছেন। তিনি হলেন সৈয়দ বাহাদুর শাহ্ পিতা। এখন তিনি শেখ হাসিনার সাথে সরকারের জোট হিসেবে কাজ করছেন। ১৮ ও ১৯ তারিখে বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এনায়েতপুর বাজারে গতকাল স্থানীয় বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সভাপতি ও হাজীগঞ্জ-শাহ্রাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে যে সমস্ত সরকার বিরোধী আন্দোলনের ঘোষণা আসবে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে অবস্থান করবেন। আর এ এলাকা যে সকল বসত ঘর ও দোকান পাটে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান মিয়াজী, জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদাৎ হোসেন ফকু, পৌর যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম ভূট্টো, যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন মুন্সী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সেলিম, জেলা স্বেচ্ছা সেবক দলের নেতা মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, পৌর যুবনেতা মোঃ নাজমুল হাসান রাজন, এস.এ রহিম, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, ছাত্রনেতা আব্দুল কাদের প্রমুখ।