হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা: হাজীগঞ্জে নতুন ইউএনও হিসেবে যোগদান করছেন মোমেনা আক্তার। তিনি ইতোপূর্বে চাঁদপুরের ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হাজীগঞ্জ আসার পূর্বে তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।
১ এপ্রিল থেকে তিনি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে মুঠোফোনে তিনি গনমাধ্যমকে নিশ্চিত করেছে।
করোনাকালিন সময়ে বাঁশখালি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তখন তাঁর কাজের বিষয়ে অনেক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করে। করোনাকালিন সময়ে জনসেবা করে তিনি বাঁশখালি উপজেলাবাসির মন জয় করতে সক্ষম হন।
চাঁদপুরনিউজ/এমএমএ/