প্রতিনিধি
হাজীগঞ্জের পয়ালজোস গ্রামে স্থানীয় বিএনপি’র লাঠি মিছিল শেষে দোকান পাটে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি’র নেতাকর্মীরা আ’লীগের দলীয় ও মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তর এমপির পেস্টুন ছিড়ে ফেলে টয়লেটে নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি গত ৬ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে ৫টায় হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে।
জানা যায়, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসাইন বেলাল এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ লাঠি মিছিল কাশিমপুর বাজার থেকে বের হয়। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে পয়ালজোস গ্রাম হয়ে পুনরায় কাশেমপুর বাজারে আসার পতিমধ্যে গ্রামের দক্ষিণ মাথায় দোকানের কাছে আসলে বিএনপি’র কর্মীরা আওয়ামীলীগের ও হাজীগঞ্জ-শাহ্রাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীর উত্তমের পেস্টুন ছিড়ে টয়লেটে নিক্ষেপ করে। এর পর পরই স্থানীয় আ’লীগের কয়েকটি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
এ ঘটনার জন্য ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহ্আলম স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দায়ী করলে বিএনপি নেতা মো. বাবুল হোসেন ক্ষিপ্ত শাহ্আলমকে ছুরি নিয়ে আক্রমনের উদ্দেশ্যে বের হলে স্থানীয়দের সহযোগীতায় রক্ষা হয়।
এ ব্যাপারে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভন বলেন, খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে ছুটে যাই। সে সাথে দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানাই। মামলা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্আলম চাঁদপুর বার্তাকে বলেন, ঘটনা শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। অভিযোক্তদের বিরুদ্ধে থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হলে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।