প্রতিনিধি ====
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে হাজীগঞ্জে তাণ্ডব চালায় বিএনপি তথা ১৮ দলীয় ঐক্যজোট। এ সময় হাজীগঞ্জ বাজারে ক’টি গণপরিবহনে ভাংচুর, সড়কে টায়ার ও টিউবে অগি্নসংযোগ করে ১৮ দলীয় জোটের কর্মীরা। হাজীগঞ্জের খবর শুনে উপজেলার বাকিলায়ও মিছিল করে বিএনপি ও জামায়াত। এর পরেই বাকিলা বাজারের প্রধান সড়কে গাছের গুঁড়িতে আগুন দিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়কে পুরোপুরি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রাত ১০টা পর্যন্ত এ তাণ্ডব চলতে দেখা গেছে। এ ঘটনায় রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেওয়ান আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল সন্ধ্যার পর থেকেই হাজীগঞ্জে নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে এক আতঙ্ক বিরাজ করে আসছিলো। তফসিল ঘোষণার পর পর হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে ১৮ দলীয় জোট। বিক্ষোভ মিছিল চলাকালে ক’টি ককটেল জাতীয় বস্তুর শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর পরই ক’টি বাস ও ট্রাকে ভাংচুর চালানো হয়। হাজীগঞ্জ বাজারের বাইরে টোরাগড় ও মকিমাবাদে সড়কের দু’ পাশে সকল ধরনের যান চলাচল আটকা পড়ে ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কে টায়ার ও টিউবে আগুন ধরিয়ে দেয় ১৮ দলীয় জোটের সমর্থকরা। এ ঘটনার ফলেই বাজারে অবরোধের সৃষ্টি হয়। তবে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পর্যাপ্ত পুলিশ বাজারে অবস্থান নিলে ১৮ দলীয় জোটের কর্মীরা কিছুটা সরে যায়।
অপরদিকে হাজীগঞ্জের পরেই রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলার বাকিলা বাজারে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও জামায়াত-শিবির। বিক্ষোভ মিছিলটি ক’বার বাজার প্রদক্ষিণ করে। মিছিলের পরেই বাকিলা প্লাজার সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর গাছের গুঁড়ি ও টায়ারে আগুন ধরিয়ে দেয় ১৮ দলীয় জোটের সমর্থকরা এবং ক’টি পটকার বিস্ফোরণ ঘটায়। এর পরেই বাজারের উপর দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ১৮ দলীয় জোটের কর্মীরা এ সময় বাকিলা পশ্চিম বাজারের প্রায় সিকি কিলোমিটারব্যাপী সড়কে বড় বড় গাছের গুঁড়ি ফেলে স্থায়ী প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় হাজীগঞ্জের দিক থেকে আসা দু’টি অ্যাম্বুলেন্সকে রোগী নিয়ে ফিরে যেতে দেখা যায়।
এছাড়া বলাখাল ও দেবপুরে ১৮দলীয় জোটের কর্মীরা রাতেই সড়কে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে ১৮ দল ঘোষিত ৪৮ ঘণ্টা অবরোধ শুরু হওয়ার আগেই কার্যত অবরোধ সৃষ্টি করে কর্মীরা।
উপজেলাব্যাপী এসব তাণ্ডবের ঘটনা জানাজানি হয়ে পড়লে পুলিশের সর্বোচ্চ মহলের নির্দেশে ঘটনার কিছু পরেই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেওয়ান আবুল হোসেনকে প্রত্যাহার করে নেয়া হয়। আর এ থানায় নতুন কোনো কর্মকর্তা দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত উক্ত পদের দায়িত্ব পালন করবেন বর্তমান পরিদর্শক (তদন্ত) কুতুব উদ্দিন। আর এ বিষয়টি চাঁদপুর নিউজকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ) সার্কেল আবু হানিফ।