প্রতিনিধি
হাজীগঞ্জের এক চাল ব্যবসায়ীর চাল বহনকারী ছিনতাই হওয়া ট্রাক গতকাল শনিবার ঢাকার সূত্রাপুর এলাকা থেকে উদ্ধার করেছে সূত্রাপুর থানা পুলিশ। তবে ট্রাকটি খালি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত চালের মালিক হাজীগঞ্জ বাজারের মেসার্স ফজলুল হক ট্রেডার্স কর্তৃপক্ষ।
জানা যায়, গত ২ জুন হাজীগঞ্জ বাজারের মেসার্স ফজলুল হক ট্রেডার্সের ক্রয় করা স্বর্ণা গুটি, মিনিকেট ও ইরি-২৮সহ মোট ১৫ টন চাল বোঝাই করে নীলফামারী থেকে যাত্রা করে একটি ট্রাক। যার নং ঢাকা মেট্রো ট-১১-১৪৭০। ঢাকা পর্যন্ত ট্রাকটির সাথে যোগাযোগ থাকলেও এরপর থেকে চালকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে নীলফামারী সদর উপজেলায় মেসার্স শামছুল হক অটোরাইস্ মিলের ম্যানেজার দুলাল বাদী হয়ে ঐ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মেসার্স ফজলুল হক ট্রেডার্সের মালিক ফজলুল হক জানান, ২২ হাজার পাঁচশ টাকা ভাড়া করে ট্রাকটির চালক ২ জুন নীলফামারী থেকে যাত্রা করে। তারপর থেকে চালকের ফোন (০১৭৮৫৫৯২২৪৯) নম্বরটি বন্ধ পাওয়া যায়। ওই ট্রাকে ১৫ টন চাল ছিল। যার মূল্য প্রায় ৬ লাখ টাকা। আজ (গতকাল) শনিবার রাজধানীর সূত্রাপুর থানা পুলিশ খালি ট্রাকটি উদ্ধার করলেও চালক পলাতক রয়েছে।
নীলফামারী সদর উপজেলার মেসার্স শামছুল হকের ম্যানেজার দুলাল মুঠোফোনে বলেন, চালকের মোবাইল নম্বর বন্ধ থাকায় আমরা তৎপর হই। শনিবারে চাল ছাড়া খালি ট্রাকটি উদ্ধার করেছে ঢাকার সূত্রাপুর থানা পুলিশ।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মোঃ জহিরুল আলম মুঠোফোনে ট্রাকটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।