প্রতিনিধি
হাজীগঞ্জের মাদক ব্যবসায়ী সুবিদপুরের মফিজ (৫৫) ফের ৫০ পিচ ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ হাজীগঞ্জ বাজারস্থ বড় মসজিদের সামনে থেকে আটক করে। সে বলাখাল এলাকার সুবিদপুর গ্রামের আঃ গণির ছেলে। এর আগেও সে ফেন্সিডিলসহ আটক হয়েছে বলে পুলিশ জানান।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। আর এ মামলায় পুলিশ মফিজকে আদালতে হাজির করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে জেলা ও জেলার বাইরে মফিজের বিশাল নেটওয়ার্ক আছে। তার কারণে বলাখাল রেল স্টেশন এলাকার মানুষজন তটস্থ থাকে এবং যুবসমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ইয়াবাসহ মফিজকে আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনজার্চ শাহ আলম চাঁদপুর কণ্ঠকে বলেন, এর আগেও সে মাদক নিয়ে আটক হয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে মফিজ ও তার সহযোগীদের মাদকের বিষয়ে এলাকাবাসী জানান, প্রতিদিন এদের কাছে হাজীগঞ্জ ও চাঁদপুর থেকে মোটর সাইকেলে করে অনেক যুবক মাদক ক্রয়ের জন্য ভিড় করে।