প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের দোয়ালিয়া মজুমদার বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সাভির্স সূত্রে জানা গেছে, বিদ্যুৎতের শর্ট সার্কিটে মজুমদার বাড়ীর কফিল উদ্দিনের ছেলে মোস্তফা মজুমদারের বসত ঘরে আগুনের সূত্রাপাত হয়। একই সময় তার ভাই মোহাম্মদ আলীর ঘরেও আগুন ছিটকে পড়ে।
ক্ষতিগ্রস্ত মোস্তফা মজুমদার বলেন, তাদের দুইটি বসতঘরের আসবাপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল আলম ঘটনা নিশ্চিত করেছেন।