সাখাওয়াত হোসেন (মিথুন)ঃ
হাজীগঞ্জ কোরবানির ঈদবাজার জমে উঠার আগেই ঈদবাজারে মলমপার্টির উৎপাত ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। কোবরবানির ঈদের কেনাকাটা করতে এসে, সন্ধ্যার পর মার্কেট থেকে ফেরার পথে অনেকে ছিনতাইকারীর কবলে পড়ছে। মলমপার্টি চক্রের সদস্যরা গনপরিবহন যাত্রীদেরও সর্বস্ব লুটে নিচ্ছে ও চাঁদাবাজদের উৎপাতও বাড়ছে আগের চেয়ে অনায়াশেই। জানা যায়, গতকিছু দিন আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর হাজীগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলন করে মার্কেটের দিকে আসতে না আসতেই মলমপার্টি ও ছিনতাই চক্রের কবলে পড়ে উয়ারুকের এক মহিলা। এভাবে মলমপার্টি সেন্ডিকেট ও ছিনতাইকারী সেন্ডিকেটের দৃষ্টি হচ্ছে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলনকারীদের দিকে এবং হাজীগঞ্জ এর পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে আসা প্রবাসী ও ধনাট্য ব্যাক্তিদের প্রতি। আতঙ্কে রয়েছে হাজীগঞ্জে বিভিন্ন ব্যাংকে লেনদেন করতে ও ঈদের কেনাকাটা করতে আসা সাধারণ জনগন। জানা যায়, হাজীগঞ্জ কোবরবানির ঈদবাজারের ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত সহ রাস্ত্মাঘাটে ছিনতাই প্রতারণা বন্ধে পুলিশ ও প্রশাসনের অগ্রবর্তী দল ইতিমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করছে। প্রশাসনের সজাগদৃষ্টি মলমপার্টি ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য থেকে হাজীগঞ্জ বাসীর নিরাপত্তা জোরদার করবে বলে সচেতন মহলের দাবী।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।