প্রতিনিধি
হাজীগঞ্জে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ি শিরিনা বেগমকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের রামড়া গ্রামের বকাউল বাড়িতে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, ঐ বাড়ির মোহাম্মদ উল্লাহ পেশায় কাঠ মিস্ত্রী। বিয়ে করেছেন ঢাকার কেরানীগঞ্জে। কর্মসূত্রে নারায়ণগঞ্জে বসবাস করেন। শাশুড়ির সাথে স্বামীর বাড়িতে একটি সন্তান নিয়ে স্ত্রী শিপুলী আক্তার (২০) থাকতেন।
মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এই গৃহবধূর শরীরে কে বা কারা আগুন লাগিয়ে দেয় কিংবা গৃহবধূ নিজেই তার গায়ে আগুন ধরিয়ে দেয়। মারাত্মক দগ্ধ অবস্থায় শিপুলীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ঐ গৃহবধূ গতকাল বুধবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে শিপুলীর লাশ চাঁদপুরে না এনে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, ঐ গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে আমরা তার শাশুড়ি শিরিনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসি। পরে তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করলে আদালত শিরিনা বেগমকে জেল হাজতে প্রেরণ করে। অপর এক প্রশ্নে এই কর্মকর্তা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। আর এ জন্য তারা ঢাকা থেকে রওনা দিয়েছে।
সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আবু হানিফ চাঁদপুর কণ্ঠকে জানান, ঘটনার সময় যেহেতু শাশুড়ি ঘরে ছিলো তাই আমরা ধারণা করছি সে এ কাজের সাথে জড়িত থাকতে পারে। আর সে যেনো পালিয়ে যেতে না পারে এজন্য আমরা তাকে আটক করেছি।