গতকাল মঙ্গলবার রাতে হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের অলিপুর পাঠান বাড়িতে অগি্নকা-ের ঘটনায় বসতঘর পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য অহিদুল্লাহ পাঠান (৭৫) জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ময়েজ পাটোয়ারী (২৫) চাঁদপুর কণ্ঠকে জানান, সন্ধ্যা পৌনে ৮টার দিকে অহিদুল্লাহ পাঠানের বসতঘরের কিছু দূর দিয়ে রিঙ্ায় যাওয়ার পথে দেখি ঐ ঘরের বৈদ্যুতিক মিটারে আগুন জ্বলছে। মুহূর্তেই দেখি আগুন ঘরের মধ্যে ঢুকে গেছে। এরপরেই আমরা এলাকাবাসী আগুন নেভাতে নেমে পড়ি।
অহিদুল্লাহ পাঠানের ছেলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, বাবা মসজিদে এশার নামাজে যাওয়ার পর আমার স্ত্রী পাশের ঘরে কথা বলতে যায়। এ সময়ই ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। পুরো ঘরটি একেবারে ছাই হয়ে গেছে। ঘরের অবশিষ্ট বলতে কিছুই রইলো না। অহিদুল্লাহ পাঠান জানান, এশার নামাজের জন্যে মসজিদে গেলে বাড়িতে ডাকচিৎকার শুনে এসে দেখি আমার ঘরে আগুন জ্বলছে। এ ঘটনায় আমার বসতঘর পুড়ে ছাই হয়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। হাজীগঞ্জ দমকল বাহিনীর টিম লিডার আবু মোতালেব তালুকদার চাঁদপুর কণ্ঠকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিভাই। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।