প্রতিনিধি
হাজীগঞ্জ পৌরসভায় আগুনে পুড়ে বসতঘরসহ দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার টোরাগড় মনির ফিলিং স্টেশন সংলগ্ন কাজী বাড়ীতে বিদ্যুতের সর্ট-সার্কিটে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়। ফায়ার সার্ভিসের চেষ্টায় আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
পুড়ে যাওয়া বসতঘরটি কাজী বাড়ীর মৃত শুকু মিয়ার ছেলে শরীফ (২৮), ভাড়াটিয়া ইদ্রিসের বসত ঘরসহ জাহাঙ্গীর ও ইদ্রিসের ওয়ার্কশপ দুটি।
ক্ষতিগ্রস্ত ইদ্রিস মিয়া জানান, তার পাশ্ববর্তী জাহাঙ্গীর মিয়ার গাড়ী মেরামতের ওর্য়াকশপ থেকে আগুনের সূত্রাপাত হয়। তার লেড ওর্য়াকশপ ও ভাড়া বসত ঘরটি পুড়ে গেছে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে।
ওয়ার্কশপের মালিক জাহাঙ্গীর বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছুল আলম অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

