প্রতিনিধি
প্রতিনিধি=
হাজীগঞ্জে গতকাল শনিবার দুপুরে তাজা মর্টার সেল উদ্ধার করেছে থানা পুলিশ। এটি পুলিশ হেফাজতে নেয়া হয়। সকালে উপজেলার হাটিলা ইউনিয়নের বেলঘর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় মর্টার সেলটি এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এর আগে গেলো সপ্তাহে একই উপজেলায় আরেকটি মর্টার সেল উদ্ধার করে তা সেনাবাহিনীর বিস্ফোরক টিম এনে নিষ্ক্রিয় করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, হাটিলা ইউনিয়নের বেলঘর এলাকায় যে মর্টার সেলটি উদ্ধার করা হয়েছে তার ওজন ২০ কেজি। উৎপাদনের সাল ১৯৬৫ এর গায়ে খোদাই করে লিখা রয়েছে। এর দৈর্ঘ্য ২০ ইঞ্চি আর ব্যাসার্ধ প্রায় ১০ ইঞ্চি।
থানার অফিসার ইনচার্জ শাহআলম জানান, এটি আমরা মাটিতে পুঁতে রেখেছি। কুমিল্লা সেনানিবাস থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ টিম এনে তা নিষ্ক্রিয় করা হবে। এর আগে গত সপ্তাহে যেটি উদ্ধার করা হয়েছে তা ইতিমধ্যে সেনাবাহিনী দ্বারা নিষ্ক্রিয় করা হয়। স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী এ রকম বহু মর্টার সেল ব্যবহার করেছে। এটি সেই সেলগুলোর একটি, যা অবিস্ফোরিত থেকে যায় বলে আমরা ধারণা করছি।