সাখাওয়াত হোসেন মিথুনঃ
হাজীগঞ্জে সাপ্তাহের ব্যবধানে হঠাৎ করে আলুর দাম কমে বাজারে ধস নেমেছে। এতে করে এলাকার কৃষক ও আলু ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছে। সাপ্তাহের ব্যবধানে এখন প্রতিবস্থা আলু ৩৫০ টাকা কম দরে বেচাকেনা হচ্ছে। আলু তোলার মৌসুমে অধিক লাভের আশায় আলু বিক্রি না করে তা কোল্ড স্টোরেজে রেখে এখন চরম বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। ফলে উৎপাদন খরচসহ আনুসাঙ্গিক অন্যান খরচ তুলতে হিমসিম খেতে হচ্ছে তাদের। একদিকে আলুর দাম কম অন্যদিকে বাজারে ক্রেতা সংকটের কারণে আলুর দাম ক্রমেই কমছে। ফলে লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। এলাকার কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত উৎপাদন মৌসুমে আলুর বাম্পার ফলন হওয়ায় এবং সে সময় বাজারে কাঙ্খিত দাম না পাওয়ায় আলু চাষিরা অধিক লাভের আশায় সে সময় আলু বাজারে বিক্রি না করে এলাকার কোল্ড স্টোরেজগুলোতে সংরক্ষণ করেছে। আবার আলু ব্যবসায়ীরা আলু তোলার মৌসুমে কম দামে আলু কিনে অধিক মুনাফা লাভের আশায় এলাকার বিভিন্ন কোল্ড স্টোরেজে সংরক্ষন করেছেন। কিন্তু হঠাৎ করে সপ্তাহের ব্যবধানে প্রতিবস্ত্মা আলুর দাম গড়ে ৩৫০ টাকা কমে যাওয়ায় এবং বাজারে ক্রেতা সংকট দেখা দেয়ায় লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষক ও ব্যবাসয়ীরা। বাজারে ধস নামায় চলতি সপ্তাহে গ্র্যানোলা জাতের আলু প্রতিবস্ত্মা ৮০০ টাকায়, কার্ডিনাল জাতের আলু প্রতিবস্ত্মা ১৩০০ টাকায়, স্টিক জাতের আলু প্রতিবস্ত্মা ১৩৫০ টাকায়, ডাইমন্ড (সাদা) জাতের আলু প্রতিবস্ত্মা ১৪০০ টাকায়, দেশি পাকরি জাতের আলু প্রতিবস্ত্মা ১৪৫০ টাকায় এবং রুমানা (পাকরি) জাতের আলু প্রতিবস্ত্মা ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে কৃষক ও আলু ব্যবসায়ীদের বস্ত্মা প্রতি লোকশান গুণতে হচ্ছে গড়ে প্রায় ৩৫০ টাকা। উপজেলা কোল্ড স্টোরেজগুলোতে খোজ নিয়ে জানা গেছে গত বছর এই সময়ে প্রতিটি হিমাগারে কৃষক ও ব্যবসায়ীদের আলুর বস্ত্মা বের করে দিতে রিতি মত হিমহিম খেতে হয়েছিল কোল্ড স্টোরের শ্রমিক ও কর্মচারীরা কিন্তু এই বছর হিমাগারে সংরক্ষিত আলুর সিকি পরিমান অংশও এখনো বের হয়নি। কৃষকদের মুখে জানা যায়, কোল্ড স্টোরে রাখতে ও উৎপাদন খরচ বাবদ সব মিলিয়ে প্রতি বস্ত্মা আলুতে ব্যয় হয় ১২০০ টাকা কিন্তু বর্তমানে আলু প্রতিবস্ত্মা ৮৫০ টাকায় বেচা কেনা হচ্ছে। ফলে এই মূহুর্তে আলু বিক্রি করলে লোকসান গুনতে হবে হাজার হাজার টাকা। হঠাৎ করে আলুর দর পতনের কারণে ক্রেতা সংকটও দেখা দিয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।