শাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
আইনজীবীদের নিয়ে কটুক্তি করায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী র্কর্মকর্তা মো: এমরান হোসের্নে বিরুদ্ধে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর বারের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. জহিরুল ইসলাম আজ সোমাবার দুপুরে ওই মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক চমন আরা বেগম মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের এক সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: এমরান হোসেন আইনজীবীদের নিয়ে ‘উকিল ও বেশ্যা একই’ এমন মন্তব্য করেন। পরে এ বক্তব্যকে শিরোনাম করে চাঁদপুরের স্থানীয় একটি পত্রিকা সংবাদ প্রকাশ করে। এর প্রেক্ষিতে আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ওই মামলা করেন।
এ ব্যাপারে হাজীগঞ্জ ইউএনও মো: এমরান হোসেন জানান, হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের গর্ভনিংবডির সভায় এধরনের বক্তব্য হয়েছে বলে যে সংবাদটি পত্রিকায় ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তাঁর অভিযোগ কলেজটি ধ্বংস করার জন্যে ষড়যন্ত্র করছে একটি কুচক্রি মহল। তিনি জানান, এ বিষয়ে গভর্নিংবডির সদস্যরা মিলে তাৎক্ষণিক সোমবার সভা করে এর প্রতিবাদ জানানো হয়েছে।
চাঁদপুরের সহকারী পিপি মাহাবুব-এ-খোদা বলেন, আইনজীবী সম্পর্কে একজন সরকারি কর্মকর্তার এমন বেফাস মন্তব্য করা সত্যিই দু:খজনক।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।