প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জে মামুন হোসেন (২০) নামের এক ইভটিজারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম। এর আগে গত বুধবার রাতে ইভটিজার মামুনকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সে হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা বিলওয়াই এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে।
হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মাহমুদ জানান, গত ২ বছর ধরে মামুন পাশর্^বর্তী এলাকা সুবিদপুর গ্রামের কলেজ পড়�য়া এক ছাত্রীকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছে। গত বুধবার রাতে মামুন ঐ ছাত্রীকে বাড়ি থেকে জোরপূর্বক উঠিয়ে আনতে গেলে এলাকাবাসী মামুনকে আটক করে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, যৌন নিপীড়নকারীর বিরুদ্ধে মেয়ের পরিবারের অভিযোগ ছিলো। এ ছাড়া সে বেশ কিছুদিন ধরে ঐ মেয়েকে কলেজে যাওয়া আসার পথে উত্যক্ত করার অভিযোগ থাকায় আমরা তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠিয়ে দেই। রায়ের পরেই ঐ যুবককে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মুর্শিদুল ইসলাম বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে যৌন নিপীড়ন প্রমাণিত হওয়ায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।