হাজীগঞ্জে ফের ইয়াবাসহ দুলাল কাজী আটক হয়েছে। সে মাদক মামলাসহ অর্ধ-শতাধিক মামলার আসামী। দুলাল কাজীকে গত বুধবার দিবাগত রাতে তার নিজ বাড়ি হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় কাজী বাড়ি থেকে ১শ’ ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ বোতল ফেন্সিডিলসহ আটক করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেনের নেতৃত্বে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদুল ইসলামসহ অর্ধ শতাধিক পুলিশ ফোর্স দুলাল কাজীর বাড়িতে এই অভিযান পরিচালনা করে। দুলাল কাজী টোরাগড় কাজী বাড়ির মৃত কাজী মেজবাহ উদ্দিন মিন্টুর ছেলে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদুল ইসলাম বলেন, দুলাল কাজীর বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রায় ৬৫টি মামলা রয়েছে। তিনি বলেন, সে চট্টগ্রাম বিভাগের মাদক পাচারকারী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে বড় একজন ডিলার এবং শীর্ষ সন্ত্রাসী। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে দুলাল কাজীকে বাড়ি থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক হাজার ইয়াবা ট্যাবলেট পাশের পুকুরে ফেলে দেয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ আফজাল হোসেন বলেন, দুলাল কাজীকে গ্রেফতার করার জন্যে এর পূর্বে কয়েকবার চেষ্টা চালানো হয়। কিন্তু সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বুধবার রাতে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদক পাচার ও বিক্রির অপরাধে দুলাল কাজী র্যাবের হাতেও কয়েকবার আটক হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৮ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।