প্রতিনিধি
গতকাল বুধবার রাত ৯টার কিছু পরে হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবার একটি বড় চালান আটক করেছে। ২ হাজার ৯শ’ পিচ ইয়াবার এ চালানের সাথে ৫ জন নর-নারীকে আটক করা হয়। তবে হাজীগঞ্জে ইয়াবার মূল পাইকার ব্যবসায়ী পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলো : কক্সবাজার জেলার উখিয়া থানার দামনকালী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আবুল কালাম (২৭), একই জেলার চকরিয়া থানার কৈয়ারবিল এলাকার মৃত আজহার আলীর মেয়ে রুজিনা খাতুন (৪৫) ও একই গ্রামের বদরুলের স্ত্রী ফরিদা বেগম (৬০), চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বমাপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী রিনা আক্তার (৩০) এবং হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের মজুমদার বাড়ির শাহাদাত হোসেনের স্ত্রী কাজলি বেগম (৩৫)।
হাজীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ হাজীগঞ্জের ইয়াবার এক পাইকারী ব্যবসায়ীর জন্যে এভাবে চালান নিয়ে আসতো। গতকাল বুধবারও একইভাবে এ ইয়াবার চালানটি নিয়ে তারা হাজীগঞ্জের টোরাগড় এলাকার মজুমদার বাড়ির কাজলি বেগমের ঘরে আসে। এরপরেই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই কাজলি বেগমের ঘরে অভিযান চালিয়ে ইয়াবার এই চালানসহ তাদের আটক করে।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফজাল হোসেন ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম। অভিযানে অংশ নেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহীদ হোসেন, জসিম উদ্দিন, মহসিন ভূঁইয়া, জালালসহ বেশ ক’জন পুলিশ সদস্য।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান, আটককৃতরা হাজীগঞ্জের এক পাইকারী ইয়াবা ব্যবসায়ীর জন্যে এ চালানটি নিয়ে আসে। কাজলি বেগমের ঘরে অভিযানের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। তবে তাকে আটকের জন্যে অভিযান চলছে। আর আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।