সাখাওয়াত হোসেন মিথুনঃ
হাজীগঞ্জে পৌরসভার মকিমাবাদ এলাকার একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে মালিক পক্ষের হুমকি ও হামলায় একটি পরিবার নিরাপত্তা হীনতায় ভূগছে। ঘটনাটি পৌরসভার ৪ নং পশ্চিম মকিমাবাদ সেকান্তার মৌলভী সাহেবের বাড়ির।
ঘটনার বিবরনিতে জানা গেছে, সেকান্তার মৌলভী বাড়ির ৩৭ শতাংশের পুকুরটি গত সাত দিন ধরে ভরাট করছে একটি চক্র। ফলে হাজীগঞ্জ পৌরসভার আরো একটি পুকুর মৃত্যুর কোলে ঢোলে পড়ছে। পুকুরটির এক-তৃতীয়াংশের মালিক আবু নাছেরের ছেলে টিপু সুলতান জমিদার। গত ১৭ অক্টোবর বুধবার একই ওয়ার্ডের বলী বাড়ির মফিজ, জাহাঙ্গীর, শহীদ, কালু ও ডাঃ কালাম গংরা পুকুরটি ভরাট করার প্রস্তুতি নেয়। এতে পুকুরের এক-তৃতীয়াংশের মালিক টিপু সুলতান জমিদারকে ডেকে নিয়ে অর্তকিত ভাবে হামলা ও হুমকি দেয়।
এদিকে ওই একই চক্রের ইন্ধেনে গত ২২ অক্টোবর সোমবার টিপু সুলতান জমিদারের ভাই শাহ আলম (৩৫) কে আল-কাউসার স্কুলের সম্মুখে অর্তকিত ভাবে হামলা চালায়। হামলা কারীরা হলেন, সেকান্তার মৌলভী বাড়ির জুলপু মিয়া, তার সমত ভাই ফারুক, ফারুকের বড় ভাই ফয়েজ ও ছেলে রাশেদ। পরে স্থানীয়রা আহত শাহ আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করায়।
হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শাহ আলম জানিয়েছেন, তার বসত ঘরের লাঘোয়া একটি টয়েলেট স্থাপনের বাঁধা দিলে পথে আমাকে একা পেয়ে এই হামলা চালায়। শাহ আলমের স্ত্রী জানায়, আমার স্বামীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছে। শরীরে বিভিন্ন স্থানে জখম করেছে ভূমিদস্যুরা।
এসব বিষয়ে টিপু সুলতান জমিদার জানান, একটি সঙ্গবদ্ধ চক্র আমাদের পরিবারের উপর উঠেপড়ে লেগেছে। আমি নিজেই পুকুরটির প্রায় ১৫ শতাংশ সম্পিত্তির মালিক। চক্রটির হামলা শিকার হয়ে আমার ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।
এ বিষয়ে জাহাঙ্গীর বলী জানান, আমরা এখনো পুকুর ভরাট করিনি। এমরান গংরা ভরাট করছে। পৌরসভা থেকে পুকুর ভরাটের অনুমোধন প্রসঙ্গে বলেন, এ বিষয়ে আমার জানা নেই। এদিকে টিপু জমিদারের হামলার ঘটনা অস্বিকার করে তিনি বলেন, ঐ দিন তর্ক বির্তক হয়েছে হামলা হয়নি।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।