বিশেষ প্রতিনিধি
হাজীগঞ্জে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলম (৩১) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। জাহাঙ্গীর আলম শাহরাস্তি উপজেলার সেনগাঁও গ্রামের বাসিন্দা।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম উপজেলার পিরোজপুর বাজার এলাকায় গতকাল সোমবার রানু বেগম নামের এক নারীকে প্রকাশ্যে টানাহেঁচড়া করে। এ ঘটনায় ঐ নারী হাজীগঞ্জ থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দেন। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হাজীগঞ্জ বাজার এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
রানু বেগমের বাড়ি কচুয়া উপজেলার কাদলা গ্রামে। তিনি হাজীগঞ্জ বাজারে বাসা ভাড়া নিয়ে থাকেন। তার স্বামী প্রবাসী। তবে পুলিশ হেফাজতে থাকা জাহাঙ্গীর আলম দাবি করেন, রানু বেগম তার বিবাহিতা স্ত্রী। বছর খানেক পূর্বে তিনি রানু বেগমকে বিয়ে করেন।
হাজীগঞ্জ থানার এসআই মোঃ শাহ্আলম জানান, রানু বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জাহাঙ্গীর আলমকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।