চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গে নিয়ে ২ জন মৃত্যুবরণ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম শোয়েব আহমেদ চিশতী।
এ নিয়ে এ উপজেলায় মোট ৫৮ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলো। উপজেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৬৮ জন।
বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকার অমেশ চন্দ্র (৬০) ও দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের গৃহবধূ শামছুন নাহার রুমা (৩৫) জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্টে মারা যান।
হাজীগঞ্জ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন বলেন, অমেশ চন্দ্র নমুনা সংগ্রহ করা যায়নি। বিলম্বে খবর দেয়ায় সেম্পল নেয়া হয়নি।
শামসুন্নাহার রুমার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি আরো জানান,করোনা উপসর্গে নিহত এসব ব্যাক্তিদের উপজেলা দাফন কমিটি স্বাস্থ্য বিধি মেনে দাফন কার্য সম্পাদন করেছেন।