হাজীগঞ্জে আবু বকর সিদ্দিক (৫০) নামের করোনা আক্রান্ত হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। ঘটনার পরেই প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িটি লকডাউন করে দিয়েছে প্রশাসন। লকডাউনের পরে ওই শিক্ষকের জন্যে শুভেচ্ছা ও সাহস যোগানোর জন্যে বিভিন্ন ধরনের ফল পাঠানো হয়েছে। ঢাকায় কর্মরত এ শিক্ষক গত ক’দিন আগে ঢাকা থেকে হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামের হক ম্যানশনের ভাড়া বাসায় আসেন।
গত বুধবার বিকেলে আসা রিপোর্টে এ শিক্ষকের করোনা পজিটিভ আসে বলে চাঁদপুর নিউজ কে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম. সোয়েব আহমেদ চিশতী।
খোঁজ নিয়ে জানা যায়, করোনা আক্রান্ত আবু বকর সিদ্দিক রাজধানীর একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের বাসিন্দা। সমপ্রতি তিনি ঢাকা হতে হাজীগঞ্জে এসেছেন। গত রোববার তিনি করোনা পরীক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনমুনা জমা দেন। করোনা পজিটিভ আসায় তিনি সেল্ফ কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নেবেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বৃহস্পতিবার সকালে করোনা আক্রান্ত এ শিক্ষকের বাসায় বিভিন্ন ধরনের ফলসহ খাদ্যসামগ্রী পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। একই সাথে এ শিক্ষককে সকল ধরনের চিকিৎসা সহায়তাসহ মনোবল জুগিয়ে একটি চিরকুট পাঠান সরকারের এ কর্মকর্তা।
বুধবার রাতে ভবনটি লকডাউন করাকালে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ, স্থানীয় কাউন্সিলর রিটন চন্দ্র সাহাসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।