স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস মোকাবিলায় হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শহরে সচেতনতামূলক প্রচাারণা, শোভাযাত্রা ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে ‘মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জ পৌর শহরের বলাখাল বাজারে ও বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ পশ্চিম বাজারস্থ চৌরাস্তা বিশ^রোডে শোভাযাত্রার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুবব-উল আলম লিপন ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল হাজীগঞ্জ) মো. সোহেল মাহমুদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ, অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ, ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি প্রমুখ।
পৌর মেয়র বলেন, এখনও মহামারি শেষ হয়নি। করোনার প্রকাপ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে স্বাস্থ্যবিধি না মানা। শুধু মাস্ক পরলেই হবে না, সাবানপানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস চালু রাখতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম বলেন, বৈশি^ক মহামারি করোনাকালিন সময়ে পুলিশ সর্বোচ্চ ত্যাগ শিকার করেছে। রাত দিন মানুষের সেবাই নিয়োজিত ছিল। করোনাকালিন সময়ে আমরা অনেক পুলিশ সদস্যকে হারিয়েছে। বৈশি^ক মহামারি এখনো শেষ হয়ে যায়ীন। দ্বিতীয় ধাপে করোনা মোকাবিলায় জেলার আটটি থানার পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হচ্ছে।
এর পর পৌর শহরের চৌরাস্ত বিশ^রোড কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এ সময় শহরের জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি পৌর শহরের বিভিন্ন সড়কে মাইকে সচেতনামূলক প্রচারণা চালানো হয়।
চাঁদপুরনিউজ/এমএমএ/