হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বামী, আর মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্ত্রী। তারা হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড খাটরা গ্রামের বাসিন্দা।
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, হাজীগঞ্জ পৌর সভার ৩নং ওয়ার্ডের খাটরা গ্রামের মৃত আ. আবদুর রশিদের ছেলে মোহাম্মদ হোসেন ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
একই ওয়ার্ড থেকে তার স্ত্রী শিউলী বেগম মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার বিকালে শিউলী বেগম তার মনোনয়নপত্র নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, নৌকা প্রতীকের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করছেন তিনি।
কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন এলাকায় তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য শিউলী বেগম ঢাকায় রয়েছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।