সাখাওয়াত হোসেন শামীম :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাজীগঞ্জ এর উদ্যোগে সারাদেশের ন্যয় গত ২৬ সেপ্টেম্বর থেকে আগামী ২৫ অক্টোবর’১২ইং পর্যন্ত ইঁদুর নির্ধন অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইঁদুর নিধনের বিভিন্ন সুফল তুলে ধরেন। উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস এ পি পি ও কাজী মনঞ্জুরুল আলম, অন্যান্যের মধ্যে বক্তব্য সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইলিয়াস মিয়া উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে জানানো হয় প্রতি বছর সারাদেশে ইঁদুরের আক্রমনে এক থেকে দেড় হাজার মেট্টিকটন খাদ্য শস্য নষ্ট হচ্ছে। আর এই খাদ্য শস্য ইঁদুরের হাত থেকে রক্ষা করা সম্ভব হলে বাহির থেকে আমাদের খাদ্য আমদানি করা প্রয়োজন হবে না। তাই ইঁদুর নিধনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।