কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে গাঁজা বহন ও সেবনের দায়ে ৪ যুবককে ৬ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা। রায় শেষে পুলিশের মাধ্যমে ৪ যুবককে জেল হাজতে পঠিয়ে দেয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে এদেরকে আটক করে থানা পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার দিনভর থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে পুলিশ মোট ৫ কেজি ৪শ� গ্রাম গাঁজা আটক করে। আটককৃতরা হলো: কুমিল্ল�া সদর দক্ষিণ থানার দক্ষিণ জোলার গ্রামের কাজী বাড়ির ইয়াছিন (৩০), হাজীগঞ্জ পৌরসভার কংগাইশ এলাকার তালুকদার বাড়ির দিপঙ্কর তালুকদার (৩০), একই গ্রামের সবুজ (২২) ও উপজেলার নাসিরকোর্ট গ্রামের আল আমিন (২৭)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা জানান, আটককৃতদেরকে গাঁজা সেবন ও বহনের দায়ে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই সাজা দেয়া হয়।