কামরুজ্জামান টুটুল
গতকাল রোববার ভোর রাতের কোনো এক সময় হাজীগঞ্জে এক গৃহ পরিচারিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনত্দের জন্যে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মুন্সী বাড়ির হারুন-অর-রশিদ মুন্সীর ঘরে। নিহত গৃহপরিচারিকা রাবেয়ার (১৫) বাড়ি একই উপজেলার দেশগাঁও এলাকায়। তার বাবার নাম শাহ আলম।
জানা যায়, গৃহপরিচারিকা রাবেয়া হারুন-অর-রশিদ মুন্সীর মেয়ে পান্না আক্তারের ঢাকা বাসায় কাজ করতো। গত মাসের শেষের দিকে রাবেয়াকে সাথে নিয়ে পান্না তার বাবার বাড়ি সুবিদপুর মুন্সী বাড়িতে বেড়াতে আসে। এরপর থেকে রাবেয়া এ বাড়িতে ছিলো। এর আগে প্রায় ২ বছর ধরে পান্নার বাসায় রাবেয়া গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছে।
পান্না আক্তারের ভাই জানান, আমার মা হাসনা ভোর রাতে ঘুম থেকে উঠে রাবেয়াকে ডাকতে তার ঘরে যান। গিয়ে দেখেন সে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। এ ঘটনা দেখে মা ডাক-চিৎকার দিলে আমরা গিয়ে দেখি এ অবস্থা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেওয়ান আবুল হোসেন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।