হাজীগঞ্জ ৮ নং পূর্ব হাটিলা ইউনিয়নে আইন শৃংখোলা আবনতিন কারনে ইউনিয়নের প্রায় স্থানে নানান অপ্রিতিকর ঘটনা ঘটেই চলছে। বিচারকদের দ্বারে দ্বারে বহুবার গুরেগুরে ন্যর্য বিচার থেকে বঞ্চিত ইউনিয়নের অনেক বাসিন্দা। বাল্য বিয়ে, যৌতুক, সম্পাত্তি দখল, রাজনৈতিক প্রবাব, চুরি-ছিনতাই, নির্যাতন, মাদক এবং জুয়ার জন্য ট্যাজেডি ইউনিয়ন হাটিলা। যানা যায় ঐ ইউনিয়নের লাউকোরা মুন্সী বাড়ির গ্রাম্য ডাক্তার আবুল বাসার মিয়ার সন্ত্রাসী হামলার গুরুতর আহত হয় আপন ভাতিজা তানভীর (১৯) তানভীরের পিতা (অবঃ) হাজীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক আবুল কালাম জানান, ছেলে মেয়দের পড়া লেখার উদ্দেশ্য গ্রামের বাড়ির ছেড়ে হাজীগঞ্জ প্রপেসর পাড়া র্দীঘ ১০ বছর বাড়া ভাসায় থাকি গ্রামে পুরনো ভিটায় বসত ঘরটি ঝরাজিন্ম অবস্থায় পূন্য মেরামত করতে গ্রামের বাড়িতে যাই। তানভীরকে পূর্ব শত্রতার জের ধরে আবুল বাসার ও তার ছেলে নাজমুল হাছান বরকত উল্ল্যা (বাবু) দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে তানভীর। স্থানীয়দের সহযোগীতায় তাকে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়। এলাকাবাসী জানায় বাবু এলাকায় প্রায় সময় সন্ত্রাসী কার্যকলাপ চালায়। ২ বছর পূর্বেও তানভীরের বড় ভাই কাউসারকেও মারধর করে এবং হাজীগঞ্জ বাজার ব্যবাসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব অরুণ এর খালাতো ভাইকে মারধর করে। ফলে পরবর্তীতে জেলও খাটতে হয়েছে তাকে। বাবুর পিতা আবুর বাসার গ্রামে অনুমদন বিহীন একটি দাবত্ত চিকিৎসালয় খুলে ভূল চিকিৎসা করে হাতিয়ে নিচ্ছে অনেক টাকা। শুধু তাই নয় আবুল কালাম এর পুরনো ভিটা র্দীঘদিন যাবত দখল করে রেখেছে বলে গ্রাম্য শাল্লিসের মাধ্যমে তাহার বিরুদ্ধে ব্যপস্থা নিয়ে ঐ সম্পিত্তি পিরে পায় আবুল কালাম। এরই জেরধরে ঐ সম্পিত্তির উপর ক্ষোভ হয়ে তানভীরকে মারধর করে। এ ব্যপারে আবুল কালাম বাদী হয়ে ছেলেছে মারার বিচার চেয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
শিরোনাম:
বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আরও সংবাদ
বিশ্ব ইজতেমায় ‘মানবতার ফেরিওয়ালা’ মালয়েশিয়ান ইবিট লিও
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেন, মালয়েশিয়ার ‘মানবতার ফেরিওয়ালা’ ইবিট লিও। বিশ্ব... বিস্তারিত
পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ২০-৩০ টাকা
দেশে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ এরই মধ্যে ঘরে তুলেছেন কৃষক। মূল মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে... বিস্তারিত
রমজান মাসে প্রাথমিকে ক্লাশ ১০ দিন, মাধ্যমিকে ১৫…
আগামী রমজান মাসের প্রথম ১০ দিন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার সিদ্ধান্ত... বিস্তারিত
পরকীয়ায় নাশ সংসার
দেশে বিয়ের হার বৃদ্ধির পাশাপাশি বিবাহবিচ্ছেদ বা তালাকও বেড়েছে। বিবাহবিচ্ছেদের প্রধান দুটি... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।