হাজীগঞ্জ ৮ নং পূর্ব হাটিলা ইউনিয়নে আইন শৃংখোলা আবনতিন কারনে ইউনিয়নের প্রায় স্থানে নানান অপ্রিতিকর ঘটনা ঘটেই চলছে। বিচারকদের দ্বারে দ্বারে বহুবার গুরেগুরে ন্যর্য বিচার থেকে বঞ্চিত ইউনিয়নের অনেক বাসিন্দা। বাল্য বিয়ে, যৌতুক, সম্পাত্তি দখল, রাজনৈতিক প্রবাব, চুরি-ছিনতাই, নির্যাতন, মাদক এবং জুয়ার জন্য ট্যাজেডি ইউনিয়ন হাটিলা। যানা যায় ঐ ইউনিয়নের লাউকোরা মুন্সী বাড়ির গ্রাম্য ডাক্তার আবুল বাসার মিয়ার সন্ত্রাসী হামলার গুরুতর আহত হয় আপন ভাতিজা তানভীর (১৯) তানভীরের পিতা (অবঃ) হাজীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক আবুল কালাম জানান, ছেলে মেয়দের পড়া লেখার উদ্দেশ্য গ্রামের বাড়ির ছেড়ে হাজীগঞ্জ প্রপেসর পাড়া র্দীঘ ১০ বছর বাড়া ভাসায় থাকি গ্রামে পুরনো ভিটায় বসত ঘরটি ঝরাজিন্ম অবস্থায় পূন্য মেরামত করতে গ্রামের বাড়িতে যাই। তানভীরকে পূর্ব শত্রতার জের ধরে আবুল বাসার ও তার ছেলে নাজমুল হাছান বরকত উল্ল্যা (বাবু) দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে তানভীর। স্থানীয়দের সহযোগীতায় তাকে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়। এলাকাবাসী জানায় বাবু এলাকায় প্রায় সময় সন্ত্রাসী কার্যকলাপ চালায়। ২ বছর পূর্বেও তানভীরের বড় ভাই কাউসারকেও মারধর করে এবং হাজীগঞ্জ বাজার ব্যবাসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব অরুণ এর খালাতো ভাইকে মারধর করে। ফলে পরবর্তীতে জেলও খাটতে হয়েছে তাকে। বাবুর পিতা আবুর বাসার গ্রামে অনুমদন বিহীন একটি দাবত্ত চিকিৎসালয় খুলে ভূল চিকিৎসা করে হাতিয়ে নিচ্ছে অনেক টাকা। শুধু তাই নয় আবুল কালাম এর পুরনো ভিটা র্দীঘদিন যাবত দখল করে রেখেছে বলে গ্রাম্য শাল্লিসের মাধ্যমে তাহার বিরুদ্ধে ব্যপস্থা নিয়ে ঐ সম্পিত্তি পিরে পায় আবুল কালাম। এরই জেরধরে ঐ সম্পিত্তির উপর ক্ষোভ হয়ে তানভীরকে মারধর করে। এ ব্যপারে আবুল কালাম বাদী হয়ে ছেলেছে মারার বিচার চেয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
শিরোনাম:
রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
আরও সংবাদ
মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
বিভিন্ন জায়গায় শোডাউন করে মনোনয়ন জমার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী হলে পদত্যাগ করতে হবে না :ইসি... বিস্তারিত
গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম চালু করল সৌদি
বিদেশ থেকে গৃহকর্মী নিয়োগে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করেছে সৌদি আরবের শ্রম আইন... বিস্তারিত
তারেককে নেতা মানেন না বিএনপির এমন অনেকে নির্বাচনে…
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির নেতৃত্ব দলটির অনেকেই পছন্দ করেন... বিস্তারিত
আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে…
বাংলাদেশের রিজার্ভ এবং বিদ্যুৎ পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে বেশি... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।