৪র্থ দফা ১৮ দলীয় জোটের ৭২ ঘণ্টা অবরোধ আজ সকাল ৬টা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাজীগঞ্জে জোটের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও উপজেলার চেঙ্গাতলী বাজারে আওয়ামীলীগ, যুবদল সংঘর্ষের মধ্য দিয়ে অবরোধ পালিত হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ভাবে অবরোধ পালন করে জোট কর্মীরা। অবরোধ চলাকালীন উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের(প্রস্তাবিত দ্বাদশ ইউনিয়ন) চেঙ্গাতলী বাজারে সরকার দল ও বিরোধীদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। আহতরা হলেন নাসিরকোট কলেজ ছাত্রলীগের সভাপতি রাজন বেপারী, এমদাদ উল্যাহ্, ইউছুফ পাটওয়ারী, ছাত্রদল নেতা রনি মোল্লা, ছোটন, মানিক, আলাল। ছাত্রদলের রনি মোল্লাকে আশঙ্কা জনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, চেঙ্গাতলী বাজারে দুপুর দেড়টায় মতলব দক্ষিণ থানা থেকে একটি রোগীর সিএনজি গাড়ি চেঙ্গাতলী বাজারে এসে পৌঁছলে অবরোধ কারীরা এতে বাধা প্রদান করে। যুবদলের কর্মীরা সিএনজি গাড়ি ভাংচুর করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা গাড়ি চলবে বলে অবরোধকারীদের হুমকি দেয়। এ থেকে শুরু হয় উভয়ের মাঝে সংঘর্ষ বাঁধে। এ প্রসঙ্গে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ্আলম বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠানো হয় এবং বিরোধী দলীয় কর্মীদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে আটক করা হয়নি।
এছাড়াও হাজীগঞ্জ শহরে অবরোধের সমর্থনে ১৮ দলীয় জোটের উদ্যোগে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করে। বেলা ১২টায় কাপড়িয়াপট্টির সম্মুখ থেকে মিছিলটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক প্রদক্ষিণ করে টাওয়ার সম্মুখে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, পৌর জামায়াতের আমীর আবুল হাসানাত।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান মিয়াজী, পৌর জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব কবির হোসেন, বিএনপি নেতা টিপু সুলতান জমিদার, উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর স্বেচ্ছাসেবকদল নেতা কাউছার আহমেদ রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আবু ছায়েম মিয়াজী, মো. মাসুদ আলম খান, সাজ্জাদ হোসেন সোহেল, মো. মাহ্মুদুল হাছান, মো. হাছান কিবরিয়া, উপজেলা মৎস্যদলের সাধারণ সম্পাদক মো. ইমান হোসেন, পৌর স্বেচ্ছসেবক দল নেতা শাহীন মজুমদার, মো. মঞ্জিল হোসেন মজুমদার, মো ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. মাহ্ফুজুর রহমান রবিন, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. রাশেদ আলম হিরা, ১১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহেল, সাধারণ সম্পাদক শাহ্আলম, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা, ছাত্র নেতা মো. ইসমাইল হোসেন পন্ডিত, ইকবাল, হাছান, হোসেন প্রমূখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।