- প্রতিনিধি
হাজীগঞ্জে গত রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পুলিশের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় রাতেই ছাত্রলীগের প্রায় সাড়ে ৪শ’ নেতা-কর্মীর নামে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৫১ জন নামীয় ও বাকি ৪শ’ জন অজ্ঞাতনামা। মামলার সকল আসামী হাজীগঞ্জ শহর ছাত্রলীগের নেতা-কর্মী।
মামলার অভিযোগগুলো হলো পুলিশের কাজে বাধা, পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ, ৪ পুলিশ আহত ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, হাজীগঞ্জশহর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীকে প্রধান দুই আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম শহর ছাত্রলীগের ৫১জন নামীয় ও প্রায় ৪শ’ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত কদিন আগে হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীর নেতৃত্বে চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক হান্নান গাজীর উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভর নেতৃত্বে গত রোববার বিকেলে হাজীগঞ্জ বাজারে প্রতিবাদ মিছিল বের করে। প্রতিপক্ষও পাল্টা মিছিল বের করে। তখন উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দিলে পুলিশ মিছিলে বাধা দিলে তখন পুলিশ ও ছাত্রলীগের মাঝে সংঘর্ষে রূপ নেয়।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।