শাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ, (চাঁদপুর)সংবাদদাতা
হাজীগঞ্জে গৃহবধু সালমা হত্যার আসামী গ্রেপ্তার ও ফাঁসির প্রতিবাদে দিন দিন এলাকাবাসী উত্তাল হয়ে উঠছে। গতকাল এলাকাবাসী দুপুর ১টায় সালমা হত্যাকরীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে পৃথক দুটি মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হাজীগঞ্জ বাজারে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার গভীর রাতে স্বামী জহিরুল ইসলাম, দেবর জসিম ও শ্বাশুড়ী মাছুমা বেগম বেদম প্রহার করে নির্মমভাবে তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠে। পরে ময়নাতদন্ত শেষে স্বামীর বসত ঘরের সামনে কবর দেয় এলাকাবাসী।
এর পর থেকেই হত্যাকারীদের গ্রেফতার ও প্রতিবাদের দাবীতে এ কর্মসূচী পালন করা হয়। নিহত সালমার বাবা জিতু মিয়াসহ তার পরিবারের দাবী তার মেয়ের জামাই, শ্বশুর-শাশুড়ী ও দেবর মিলে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। বৃহস্পতিবার দিনের বেলায় তার মেয়েকে শ্বশুর বাড়ীর লোকজন কয়েকবার মেরেছে। বর্তমানে নিহতের স্বামী দেবর ও শ্বশুর-শ্বশুড়ী পলাতক রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নেপাল কৃষ্ণ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত প্রতিবেদনে অস্বাভাবিক কিছু পেলে তখন এটি হত্যা মামলা নেওয়া হবে।
সালমার শ্বশুর বাড়ীর লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি। তবে বিল্লাল পাটওয়ারী জানান, নিহত সালমাকে হত্যা করা হয়নি। সে নিজেই আত্মহত্যা করেছে।
হাজীগঞ্জ এ.এসপি সার্কেল আবু তারেক বলেন, আমি বিষয়টি শুনেছি। মেয়ের পক্ষ হত্যা মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।
শিরোনাম:
বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।