হাজীগঞ্জ সংবাদদাতা: বিগত বছরের ন্যায় এবারও রমজানুল মোবারক উপলক্ষ্যে চাঁদপুরের হাজীঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় গ্রামের হত দরিদ্র ও করোনা মহামারীতে খেটে খাওয়া ঘরবন্ধি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জাগ্রত বিবেক সংগঠন।
গত দু’দিন ব্যাপি উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ড, গৌড়েশ্বর এবং পাশ্ববর্তী এলাকা সিহিরচোঁ, মাড়কি ও তারাপাল্লা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে জাগ্রত বিবেক সংগঠনের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে ২৫৫ জন মধ্যবিত্ত পরিবারের হাতে তুলে দেন ইফতার সামগ্রী। প্রতি প্যাকেটে ছিল- ছোলা-২ কেজি, চিনি-২ কেজি,এংকার ডালÑ১ কেজি, মুসুড়ি ডাল-১ কেজি, মুড়ি-১ কেজি ,খেজুর- আদা কেজি, তৈল-২ কেজি ইফতার সামগ্রী বিতরন করেন।
জাগ্রত বিবেক সংগঠনের পরিচালক রায়হান মজুমদার বলেন, করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাহায্যে এগিয়ে আসেন। হাজীগঞ্জ তথা ১১নং হাটিলা ইউনিয়নের কোন পরিবার না খেয়ে থাকবে না। ইনশাআল্লাাহ্। আপনারাও সরকারের গৃহীত সকল কর্মসূচীর ও বিভিন্ন সংগঠনের পাশাপশি আপনাদের সাধ্যমত আপনার আশে পাশের লোকদের সহযোগীতা করুন। আমাদের এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।
ইফতার সামগ্রী প্যাকেটিং ও বিতরণে সার্বিক সহযোগিতা করেন- জাগ্রত বিবেক সংগঠনের সদস্য- মিশন, মো: কাউসার, মাহবুব আলম,মো: শাহ্জালাল, ফয়সাল( সৌদি প্রবাসী) বারাকাত, সৌরভ ও শাওন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধান করেন রায়হান মজুমদার।
চাঁদপুরনিউজ/এমএমএ/