প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপর ১২টায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে পল্লী বিুদ্যৎ সমিতির কার্যালয় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মুর্শিদুল ইসলাম, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোহাম্মদ ইউছুফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আহসান হাবিব অরুন, বাংলাদেশ আওয়ামী সমবায় লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তফা কামাল মজুমদার, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) এ,কে,এম মমিনুল হক, এজিএম (ইঞ্জি) আবদুল মতিন, এজিএম (কম) মো. শাহজাহান, এজিএম (রাজস্ব) জিএ হোসাইন চৌধুরী, এজিএম (অর্থ) রঞ্জিত কুমার নাথ, এজিএম (জিএস) আবুল কাশেম, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, জাকির হোসেন মিয়াজী, আওয়ামীলীগ নেতা ইকবালুজ্জামান ফারুক, মো. ইয়াছিন আরাফাত প্রমূখ।
বিদ্যুৎ সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “জ্বলছে আলো চলছেদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”। আগামী ৭দিন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যেগে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচী পালন করা হবে।