সাখাওয়াত হোসেন (মিথুন)
চাঁদপুর-কুমিল্লার আঞ্চলিক মহাসড়কের মধ্যে হাজীগঞ্জ বড়পুল নামে ব্রীজটি ঝুঁকি নিয়ে নিত্যদিন হাজার হাজার লোকালয় এবং টেম্পো, সিএনজি, বাস সহ সব ধরনের মালামাল পরিবহন চলাচল করতে বাধ্য হচ্ছে। গত দুই বছর ধরে একদিকে যেমন ঝুঁকিপূর্ণ ওই ব্রীজটির উপরিভাগের ওপর সৃষ্ট গর্ত কাঠের পাটাতনের ওপর দিয়ে জনগন ও যানবাহন চলাচল করছে অন্যদিকে একপাশের রেলিং অর্ধেক সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়ায় যাত্রীদের ঝুঁকি ক্রমেই বাড়ছে। এই ব্রীজটি নির্মিত ২ বছর ধরে সম্পূর্র্ণরূপে চলাচলের অনুপোযোগী হয়ে পরলেও সংশ্লিষ্ট কর্তপক্ষের সুদৃষ্টির অভাবে আজ অবধি ব্রীজটির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষেও সুদৃষ্টির অভাবে আজ অবদি ব্রীজটির সংস্কার বা পুনর্ণিমাণ না করায় বাধ্য হয়েই মৃত্যুকে উপেক্ষা করে যানবাহন চলাচল করছে। দেখার কেউ নেই। সরজমিন পরিদর্শনকালে বিভিন্ন ব্যবসায়ী ও সচেতন মহল জানান অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল অসহায় হয়ে পরেছে। ব্রীজটির মাঝামাঝি স্থানে ফাটল ধরেছে বিভিন্ন ভারি যানবাহন চলাচাল করার কারণে আরো বেশি ফাটলের সৃষ্টি হয়েছে ফলে জনজীবন ধিরে ধিরে বিপয্যেও মুখে জিম্মি হয়ে পরে।
চাঁদপুর নিউজ সংবাদ