রফিকুল ইসলাম বাবু ॥
হাজীগঞ্জ টোরাগড় এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবু কাজীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে টোরাগড় কাজী বাড়ীর সামনে থেকে হাজীগঞ্জ থানা পুলিশ ৫৪ পিচ ইয়াবাসহ আটক করেন। আবু কাজী টোরাগড় কাজী বাড়ীর বাদশা মিয়া কাজীর ছেলে। াজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আবু কাজীকে ঘটনাস্থলে ইয়াবা বিক্রিকালে হাতে নাতে আটক করা হয়। পুলিশের টের পেয়ে এ সময় তার সাথে থাকা ইয়াবার ডিলার দুলাল কাজী পালিয়ে যায়। হাজীগঞ্জে মাদকের পুরো ব্যবসা দুলাল কাজীর নেতৃত্বে চলে। তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। াজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, আটক আবু কাজীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালেই আদালতে প্রেরণ করা হবে।