স্টাফ রিপোর্টার:
জেলার হাজীগঞ্জ উপজেলায় বাবার সাথে এসে লাশ হয়ে ফিরলেন চার বছরের শিশু সিফাত তপাদার। বুধবার দুপুর দেড় টায় হাজীগঞ্জ-কচুয়া বিশ্বরোডের কাঁঠালী বাদামতলী এলাকায় ট্রাক্টর চাপায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু কাঁঠালী তপাদার বাড়ী শামছুল আলম তপাদারের ছেলে। সড়ক দুর্ঘটনার পর দেড়ঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।
প্রত্যক্ষদর্শী মাসুদ তপাদার বলেন, বুধবার সকালে শিশু বাবার সাথে শামছুল হক একাডেমীতে আসে। স্কুল থেকে যাবার পথে শিশুর বাবা শামছুল হক সড়ক পার হলেও শিশু সিফাত পার হতে পারেনি। হাজীগঞ্জ থেকে আসা কচুয়াগামী ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই সিফাত মারা যায়।
শিশুর বাবা শামছুল আলম বলেন, আমার এক ছেলে এক মেয়ে সন্তান। আমি শামছুল হক একাডেমীতে শিক্ষকতা করছি। সকালে ছেলেকে আমার সাথে স্কুলে এনেছিলাম। তাকে বাড়ী নিয়ে যাবার পথে ছেলেকে হারালাম।
উপ-পরিদর্শক মো. শাহজাহান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।