গাজী মোঃ নাছির উদ্দিন/মিথুন:
গত ২৫ ডিসেম্বর বিকেল ৩-৩০ মিনিটে হাজীগঞ্জে মকিমাবাদ ফায়ার সার্ভিস সগলগ্ন মজুমদার বাড়ী সামনে কুমিল্লা চাঁদপুর মহাসড়কে ট্রাক্টারের ধাক্কায় এক শিশু সিফ্তান রাহিম লিজন (৬) নিহত ও মা লিপি বেগম (২২)আহত হয়েছে। শিশুটি মা সহ তার নানা মোঃ আবু বকর মজুমদারের বাড়ী থেকে হাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে রাস্তা পারা পার হতে গেলে একটি ট্রাক্টার নিয়ন্ত্রন হারিয়ে পথচারি মা লিপি ও তার ছেলে সিফতানকে ঘাতক ট্রাক্টারটি ধাক্কাদিয়ে পল্লী বিদ্যুাতের ফিলারে গিয়ে ঠেকে। পÍে শিশু সিফতান ঘটনাস্থলেই মৃত্যুও কোলে ঢলে পরে, আর মা লিপি বেগম গুরুত্বর আহত হয়। জানাযায় চাঁদপুর নতুন বজার আজিজ এন্টারপ্রাইজের মালিক মোঃ আব্দুর রহিমের ছেলে নিহত সিফতান ও আহত লিপি বেগম তার স্ত্রী। লিপি বেগম গত ১০/১২ দিন আগে তার বাবার বাড়িতে বেড়াতে আসে এরেই মধ্যে একটি অনাকাঙ্খিত দুর্ঘটনার কবলে পড়ে শিশু সিফতাকে হারাতে হল। আহত লিপি বেগমকে স্থানিয় হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবার সহ আত্বিয়সজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে ।
এদিকে পল্লী বিদ্যুতের ট্রেন্সারমা সহ ফিলারটি ট্রাক্টারের ধাক্কায় ধসে পড়ে যায় এতে বিদ্যুত বিগ্ন ছিল প্রায় ৪ ঘন্টা। স্থানীয় জনগনের দাবি গাড়ির চালক বেপরোয়া চালানোর কারনে প্রতিনিয়ত এইসব দুর্ঘটনা ঘটে। সংবাদটি লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয় নি।