সংবাদদাতা, চাঁদপুরনিউজ: মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কী গ্রামে ১ম পর্যায়ে বাস্তবায়িত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ৫টি ঘরের চাবি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্ত এমপির পক্ষে উপকারভোগীদের হাতে তুলে দিয়েছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার।
এর পূর্বে ঠিকানা বিহীন ৫ পরিবারের সাথে মুঠোফোনে কথা বলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
টেলিফোনে তিনি ঠিকানাবিহীন ৫ পরিবারকে আশ^স্থ করে বলেন, আপনাদের আপনাদের স্কুল ও কলেজ পড়ুয়া সন্তানদের লেখাপড়া চালিয়ে নেয়ার জন্য সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন, দিন মজুর, ভ্যান চালক ও কৃষক শ্রেণির ঠিকানাবিহীন এ মানুষগুলো আজ নিজ গৃহে উঠতে পেরে অত্যন্ত আনন্দিত। আমিও আপনাদের আনন্দে আনন্দিত হয়েছে।
তিনি বলেন, মানবতার মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশব্যাপী অনেকগুলো মানুষের মুখে এমন হাসি ফুটিয়েছেন। আপনার সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মানিক হোসেন প্রধানীয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন।
৫টি ঘর পাওয়া উপকারভোগীরা হলেন ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা গ্রামের নান্নু মিয়া, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মো. মনির উল্যাহ, কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কী গ্রামের নবীর হোসেন, রাজারগাঁও ইউনিয়নের মুকন্দসার গ্রামের শাহজালাল প্রধানীয়া এবং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের মো. মকবুল হোসেন।