মিজান লিটন
হাজীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুই যুবক। পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ওই ছাত্র দুই ছিনতাইকারীকে আসামী করে একটি মামলা করেছেন।
মামলার আসামীরা হলেন, হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের ক্বাশারী বাড়ির মোঃ মজুল হকের ছেলে মোঃ রাসেল (২৫) ও একই গ্রামের মজুমদার বাড়ির আবদুল বারেকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (১৯)। পুলিশ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
থানায় করা মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এল.এল.বিতে অধ্যয়নরত ছাত্র মোঃ জাহাঙ্গীর আলম ওরফে স্বপন ঢাকা থেকে মোটর সাইকেল নিয়ে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ মফিজ স’মিলের সামনে দাঁড়ানো অবস্থায় দুই যুবক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার কাছে ৫’শ পিছ ইয়াবা ট্যাবলেট আছে বলে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে তারা তার মোটর সাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। ছিনতাইকারীরা চলে গেলে জাহাঙ্গীর ডাক চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে আসেন। জাহাঙ্গীর বৃহস্পতিবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ করেন। জাহাঙ্গীরের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামে।
গতকাল শুক্রবার জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, তারা আমাকে মারধর করে মোটর সাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। আমার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বে পুলিশ মোটর সাইকেলটি থানা হেফাজতে নিয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের তদবিরের কারণে রাতে সাইফুলকে চাঁদপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সাইফুল সাংবাদিকদের কাছে দাবি করেন, ছিনতাইকারীদের কাছ থেকে গাড়িটি উদ্ধার করে তিনি তার কাছে রেখেছিলেন। ছিনতাইয়ের সাথে সে জড়িত নয় বলে জানান।