রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরের হাজীগঞ্জের তারালিয়া গ্রামের জলাশয় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার। সোমবার দুপুরে গন্ধর্ব্যপুর উত্তর ইউপির তারালিয়া উত্তর মাঠ তৈয়ব আলী মাস্টারের বাড়ি সংলগ্ন ব্রীজের নিচের জলাশয় থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় বিল্লাল হোসেন সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান, ভেসে থাকা লাশের খবর পাওয়া গেছে। লাশ উদ্ধারে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।