প্রতিনিধি
হাজীগঞ্জে তৈল বোঝাই ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোবাইক চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এ সময় অটোবাইকের ৫ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। ঘটনাটি ঘটেছে গতকাল ১৯ জানুয়ারি রোববার দুপুর দেড়টায় পৌর এলাকার টোরাগড় গ্রামের চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির অফিস সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ২নং বাকিলা ইউনিয়নের বাখরপাড়া গ্রামের মফিজুল ইসলাম(৫৫), ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামের ফেরদৌসি বেগম (৪৫)সহ তাছলিমা আক্তার (১১) ও মোঃ রাছেল (১৭)।
জানা যায়, ব্যাটারিচালিত অটোবাইক হাজীগঞ্জ বাজার থেকে আলীগঞ্জ বাজারে যাওয়ার পথিমধ্যে পেছনে থাকা পদ্মা ডিপো কোম্পানীর তৈল বোঝাই ট্রাক ধাক্কা দিয়ে থাকলে সড়কের পাশে থাকা পুকুরে অটোবাইক পড়ে যায়। এতে অটোবাইকের গ্লাসসহ সামনের অংশ বাঁকা হয়ে যায় এবং ৫ যাত্রী গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন অটোবাইকের ভেতরে থাকা যাত্রীদের পুকুর থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় জনতা পদ্মা ডিপো কোম্পানীর ট্রাক আটকে রাখে।
স্থানীয় লোকজন জানান, পদ্মা ডিপোর গাড়িটি সঠিক পথে অতিক্রম করলে হঠাৎ ব্যাটারি চালিত অটোবাইক ওভারটেক করে। এতে করে পিছনে থাকা পদ্মা ডিপোর গাড়িটি ধাক্কা দিলে অটোবাইক পুকুরে পড়ে যায়। পরে তারা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।