হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা: হাজীগঞ্জ পৌর এলাকায় মোড়কজাত পন্যের নিবন্ধন সনদ গ্রহন না করে ড্রিংকিং ওয়াটার বিক্রয় ও বিতরন করায় অপরাধে দুটি কারখানাকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৯ মে) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।
অর্থদন্ডপ্রাপ্ত বিশুদ্ধ পানির কারখানাগুলো হচ্ছে- বি এম ড্রিংকিং ওয়াটার ও এস আর ড্রিংকিং ওয়াটার।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআই কুমিল্লার পরিদর্শক মোঃ শাহিদুল ইসলাম ও হাজীগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।