সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট এর উদ্যোগে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার কৃষকদের মাঝে বর্তুকী মূল্যে ব্রি-উদ্ভাবিত, ব্রি আগাছা দমন, নিরানী যন্ত্র ও ধান মাড়াই যন্ত্র বিতরণ ও প্রশিক্ষণ বাতা এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা ৪০ জন কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করেন ফার্ম মেশেনারী এন্ড পোস্ট হার্বেস্ট টেকনোলজি বিভাগ ও উপ-প্রকল্প পরিচালক মোঃ আবদুর রহমান। সনদপত্র বিতরণ করেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ আহমেদ, হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান মজুমদার, ব্রি কুমিল্লা বৈজ্ঞানিক কর্মকর্তা সাব্বির রহমান সাজ্জাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ যন্ত্র, সনদ ও ভাতা প্রদান করা হয়।
চাঁদপুর নিউজ সংবাদ