প্রতিনিধি
ধূমপান করাকে কেন্দ্র করে চাচাতো ভাই মিজানুর রহমানের হাতে খুন হলেন জেঠাতো ভাই আবদুল মুনাফ খাঁ (৩৮)। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে হাজীগঞ্জের ৪নং কালচোঁ ইউনিয়নের শাকছিপাড়া খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠায়। নিহত মুনাফের ১০ বছরের ১ ছেলে ও ৬ বছরের ১টি কন্যা সন্তান রয়েছে। এছাড়াও মুনাফের স্ত্রী মোমেনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে বাড়ির লোকজন জানায়। নিহত মুনাফ ঐ বাড়ির মৃত আঃ মতিনের ছেলে।
নিহত মুনাফের বড় ভাই আবুল কাশেম ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে নিজ বাড়ির দক্ষিণ পাশে চায়ের দোকানে বসে মুনাফ চা পান শেষে সিগারেট পান করছিলেন। ওই সময় বাড়ির সম্পর্কে চাচাতো ভাই বয়সে ছোট হয়েও নিজেকে বড় দাবি করে মুনাফকে তার সামনে সিগারেট পান না করতে বলে। এ নিয়ে ঐ স্থানে এ দু’ জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিজান মুনাফের উপর হামলা করে। মিজান রাস্তার উপর থেকে সজোরে ধাক্কা দিয়ে মুনাফকে সড়কের নিচে ডোবায় ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মুনাফ মারা যান।
নিহত মুনাফের স্ত্রী মোমেনা কান্না জড়িত কণ্ঠে জানান, বাড়ি থেকে সুস্থ মানুষ দোকানের কাছে যায়। কিছুক্ষণ পর খবর পাই সে মারামারিতে আহত হয়েছে। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরেই মারা যাওয়ার খবর পাই। এ বলেই আবারো কান্নাকাটি শুরু করে দেন মোমেনা। এ সময় তিনি স্বামী হত্যার বিচার চেয়ে বললেন, এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।
এদিকে খবর পেয়ে দুপুর সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হলে তার সুষ্ঠু তদন্ত করা হবে।