সাখাওয়াত হোসেন (মিথুন), হাজীগঞ্জ :
ঐতিহ্যবাহি হাজীগঞ্জ বাজার চাঁদপুর, কুমিল্লাই নয় বাংলাদেশের অন্যতম একটি বাজার। যেখানে প্রতিদিন বাণ্যিজিক লেনদেন হয় কোটি কোটি টাকা। হাজীগঞ্জ বাজারের চলছে নকল ও নিম্ন মানের পণ্যের রমরমা বাণিজ্য। ঢাকার জিনজিরার অবৈধ পন্য উৎপাদন কারী প্রতিষ্ঠানের স্বাথে যোগাযোগ করে স্থানীয় ভাবে গড়ে উঠছে বিশাল সেন্ডিকেড চক্র। এসব অবৈধ পণ্য বিক্রয় হচ্ছে হাজীগঞ্জ বাজারের বিভিন্ন গলিতে প্রায় দোকান গুলিতেই। এসব নকল পণ্য ক্রয় করে প্রতারিত হচ্ছে সাধারণ ক্রেতারা। ঢাকার চক বাজার থেকে আসা হাজীগঞ্জ উপজেলায় নকল ও নিম্ন মানের সাবান, নকল চন্দন, মেচতা ও দাগ নাশক বিভিন্ন নকল ক্রিম, নানা প্রসাধনি, তৈইল নকল পারপিউম ভারতিয় লেভেল লাগিয়ে নকল ভ্রিফকেইচ, নানা রকম ভিটামিন সিরাপ যৌন উত্তজক বড়ী ও মিটপুট থেকে আসা বিভিন্ন নিম্ন মানের ও মানহীন ঔষধ অবাধেই বিভিন্ন হকার ও মেডিসিন ব্যবসায়ীরা বিক্রয় করছে। নকল সেম্পু, নকল ব্যথা নাশক মলম, বিভিন্ন নকল খাদ্য আইটেম ও নিম্ন মানের খাদ্য অবাদে বিক্রয় হচ্ছে যে কারণে ক্যান্সার কিডনী, এমনকি লিভার সিরোসিস, যার পরিনাম মৃত্যুও হতে পারে। একদল প্রতারক কাপড় ব্যবসায়ী চক্রের তৎপরতায় নিম্ন মানের চাদর, বেডসিট, শাড়ী, সেলোয়ার কামিজ সহ তৈরি পোষাক ও বিক্রয় হচ্ছে অবাধে নিম্ন মানের এসব ভেজাল পণ্য ক্রয় করে প্রতিদিন প্রতারিত হচ্ছে হাজার হাজার সাধারণ ক্রেতা। এসব পণ্য চক বাজার থেকে আসতে সহযোগীতা করছে বিভিন্ন কোম্পানির ভ্রাম্যমান ডিলার ফয়েজ ও শরীফ নামে কতিপয় অসাদু ডিলারাই অধিক মুনাফার আসায় পাশাপাশি এসব পণ্য বাজার জাত (ক্রয়/বিক্রয়) করছে হরধুমছে। উপজলা থানা পুলিশ সংশি্েলষ্ট প্রশাসন কর্তৃপক্ষের চোখের সামনে এসব অবৈধ ব্যবসা চলে আসলেও দেখার কেউ নেই।
শিরোনাম:
শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।