সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুরের হাজীগঞ্জে নুর যারা (৩) নামে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের বকাউল বাড়ীর পাশের ডোবা থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
গত ৩০ মার্চ বিকেলে বাড়ীর পাশে অন্যান্য শিশুর সাথে খেলার সময় নিখোঁজ হন শিশু নুর যারা (৩)। তার বাবা বিল্লাল হোসেন ঢাকায় একটি প্রাইভেট ফার্মে কর্মরত। তারা স্ব-পরিবারে বাড়ীতে আসলে বিকেলে খেলার সময় নিখোঁজ হন শিশু যারা। এ ঘটনায় ওই দিন রাতে হাজীগঞ্জে থানায় নিখোঁজ ডায়েরি করেন শিশুর বাবা মাসুদ আলম।
জিডির সূত্র ধরে হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ কয়েকবার ওই এলাকা’সহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিলেও শিশুটি সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপরে এলাকাবাসি বাড়ীর পাশের ডোবায় কচুরিপানার ভেতরে শিশুর লাশুটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুর লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হাদী বলেন, যারা নুর নামে পশ্চিম রাজারগাঁও গ্রামের বকাউল বাড়ীর একটি শিশু ৫দিন আগে নিখোঁজ হয়েছে। আজ দুপুরে এলাকাবাসি তার মৃতদেহ পাশের ডোবায় ভাসতে দেখেছে বলে আমাকে জানানো হয়েছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে। এরচাইতে বেশী কিছু আমার জানা নেই।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, নিখোঁজ শিশুর বাবা হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে। সেখানে উল্লেখ করেছেন খেলতে গিয়ে হারিয়েগেছে। বিষয়টি মাথায় রেখে আমরা তদন্ত করেছি। কিছুক্ষণ পূর্বে খবর পেয়েছি শিশুটির লাশ বাড়ীর পাশের ডোবায় ভেসে উঠেছে। মৃতদেহ উদ্ধার করেছি।
চাঁদপুরনিউজ/এমএমএ/