সাখাওয়াত হোসেন মিথুনঃ
হাজীগঞ্জ বাজারের জমিদার বাড়ির সংলগ্ন স’ মিল মালিক মফিজুল ইসলাম নামের এক ব্যবসায়ী নির্মানাধীন ভবন থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল ৬ তলা বিশিষ্ট ভবনের পশ্চিম পার্শ্বের দেয়ালের লিংটার ভেঙ্গে পড়ে এই মর্মান্তিক মৃত্যুর শিকার হয় আলমগীর গাজী নামের এক যুবক (৩০)। জানা গেছে, গতকাল সকালে প্রতিদিনের ন্যায় ভবনের কাজ করতে এসে নিহত আলমগীর ৬ তলায় লিংটারের সেন্টারিং খ্োলার সময় ভেঙ্গে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক সহযোগী শ্রমিকরা এসে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
গতকাল সন্ধ্যায় নিহত শ্রমিক আলমগীর গাজীর গ্রামের বাড়ি ৫ নং সদর ইউনিয়নের সুহিলপুর গাজী বাড়িতে লাশ দাফন সম্পন্ন করা হয়। এই ব্যপারে হাজীগঞ্জ থানায় কোন মামলা বা জিডি না হলেও জনমণে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। উল্লেখ্য হাজীগঞ্জ উপজেলায় গত ২ মাসে নির্মানাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়াও নির্মাণাধীন ভবন গুলোতে যথাযথ ভাবে উপকরণ ব্যবহার না করায় এই ধরনের ঘটনা বাড়ছে। পৌর কর্তৃপক্ষ ও থানা প্রশাসন শ্রমিকদের মৃত্যুর ঘটনাগুলো এবারো এড়িয়ে গেলেন। এদিকে নিহত শ্রমিক আলমগীর গাজীর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। আলমগীর গাজীর স্ত্রী ও সন্তানদের ভবিষৎ দেখার কেউ নেই।
শিরোনাম:
বুধবার , ৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।