প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলায় খাবারের সাথে নেশা মিশিয়ে দিয়ে বাপ-পুত্রকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। নেশা মিশ্রিত খাবার খেয়ে চাঁদ মিয়া সর্দার (৬৫) ও তার পুত্র মোঃ মমিন হোসেন (১৮) অসুস্থ হয়ে পড়লে শুক্রবার গভীর রাতে তাদের দুজনকে অচেতন অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়। তবে চাঁদ মিয়ার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্যে গতকাল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে গত ১২ ফেব্রুয়ারি রাতে উপজেলার স্বর্ণা গ্রামে।
স্বজনরা জানান, ওইদিন তারা দুজন রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত ১২টা/১টার সময় মমিন হোসেনের মোবাইল নম্বর থেকে তার মায়ের মোবাইলে বলা হয়, মা আমি অসুস্থ হয়ে দোকানের কাছে পড়ে আছি, আমাকে ঘরে নিয়ে যান। এ কথা শুনে তিনি ছেলেকে আনতে দোকানের কাছে যান। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তারা বলেন, দুর্বৃত্তরা হয়তো পরিকল্পিতভাবে তরকারির সাথে নেশা মিশিয়ে দিয়েছে। তাই তারা তরকারি খেয়ে অচেতন হয়ে পড়ে। কিন্তু চাঁদ মিয়ার স্ত্রী ওই নেশা মিশ্রিত তরকারি না খাওয়ায় তিনি সুস্থ রয়ে যান। আর সেটি দৃর্বৃত্তরা বুঝতে পেরে মোবাইল করে তাকে ঘর থেকে বাইরে নিয়ে যান। এ সুযোগে তারা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।