হাজীগঞ্জ পৌরসভাধীন বিলওয়াই গ্রামের পরিত্যক্ত একটি ব্রিক ফিল্ড থেকে গতকাল সোমবার সকালে মোঃ রাব্বি (১৪) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গত ৯ জানুয়ারি রাব্বি বাড়ি থেকে নিখোঁজ হয়। রাব্বি পৌরসভার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির অধ্যয়নরত ছাত্র। সে রান্ধুনীমুড়া গ্রামের ছৈয়াল বাড়ির মোঃ জয়নাল আবেদিনের বড় ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ৯ জানুয়ারি সকালে সে পার্শ্ববর্তী বিলওয়াই গ্রামের পরিত্যক্ত মেসার্স পাটওয়ারী ব্রিক ফিল্ডে কয়লা কুড়ানোর জন্য যায়। তারপর সে আর বাড়ি ফিরেনি। এ ঘটনায় ১১ জানুয়ারি তার বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
রাব্বির বাবা জয়নাল আবেদিন জানান, তিনি হাজীগঞ্জ বাজারের সড়কের ফুটপাতে রুটি বিক্রি করেন। চুলার কয়লা আনার জন্য মাঝে মধ্যে রাব্বি সেখানে যেত। নিখোঁজের দিনেও সে কয়লা আনার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু আর ফিরে আসেনি।
গতকাল সোমবার সকালে তার পরিবারের লোকজন ব্রিক ফিল্ডে খুঁজতে খুঁজতে চুলার কয়লার সাথে তার লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় লাশ বাড়ি নেয়া হয়। রাব্বির পরিবারের সদস্যরা এ ঘটনার জন্য কাউকে দোষারোপ বা সন্দেহ করছে না। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন শেষে থানা হেফাজতে নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্আলম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। থানায় দায়ের করা জিডির সূত্র ধরে নিহতের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।